অদ্য ১৫/১০/২০২৩খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন এবং জনাব মো: আশরাফুল আলম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের রির্সাচ অফিসার জনাব মো: আশরাফ উদ্দিন এবং সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব। অভিযান পরিচালনাকালে হাটহাজারী ও বাঁশখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস