শিরোনাম
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মিরপুর আবাসিক এলাকা সংলগ্ন লৈট্টাঘোনা এলাকায় পাহাড় কর্তনের বিরুদ্ধে অভিযান
বিস্তারিত
আজ ০৭/১১/২০২৩ খ্রি: (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন এর নেতৃত্বে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মিরপুর আবাসিক এলাকা সংলগ্ন লৈট্টাঘোনা এলাকায় পাহাড় কর্তনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাহাড় কাটার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পাওয়া যায়নি তবে পাহাড় কাটায় ব্যবহৃত মোটর জব্দ করা হয়েছে। উক্ত পাহাড় কর্তনের সাথে
জড়িতদের বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা দায়েরের কার্যক্রম চলমান।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মো: আশরাফ উদ্দিন।