Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তথ্য বাতায়নে স্বাগতম।


শিরোনাম
অদ্য ১৪/০৯/২০২৪ খ্রিঃ রোজ শনিবার তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার আকবরশাহ থানা এলাকায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের
বিস্তারিত
অদ্য ১৪/০৯/২০২৪ খ্রিঃ রোজ শনিবার তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার আকবর শাহ থানার জঙ্গল সলিমপুর মৌজার বায়েজীদ লিংক রোডস্থ সাবেক কাঁচালংকা নামক রেস্টুরেন্ট-কর্তৃক পাহাড় কেটে রেস্টুরেন্ট স্থাপন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দিনব্যাপী মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন কাট্টলি সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত সিদ্দিকী। উচ্ছেদ অভিযানের সময় পাহাড় কেটে পাহাড়ের উপর ও পার্শ্বে নির্মিত ৩-৪ টি টিনের ঘর ভেঙ্গে দেয়া হয়।
অভিযানের সময় হাতেনাতে মোঃ আকতার (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পাহাড়/টিলা কেটে রেস্টুরেন্ট নির্মাণ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) ও ১২ ধারা যা উক্ত আইনের ধারা ১৫ এর উপধারা ১ এ বর্ণিত টেবিলের ক্রমিক ৫ ও ১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন বাদী হয়ে আটককৃত ব্যক্তি এবং কাঁচালংকা রেস্টুরেন্ট এর মালিক মনির হোসেন (৩৮) এর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে পাহাড় কর্তণ কালে ব্যবহৃত কোদাল (২টি), বেলচা (০২টি), শাবল (২টি) জব্দ করে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের হেফাযতে নেয়া হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন আকবরশাহ থানার পুলিশ সদস্যবৃন্দ।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/09/2024
আর্কাইভ তারিখ
31/01/2027