আজ ০৮/১০/২০২৪ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হুছাইন মুহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের নেতৃত্বে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার টানেলের সামনে পি.এ.বি সড়কে গাড়ির অবৈধ হাইড্রোলিক হর্ণের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ০৩ টি বাসের ০৬ টি অবৈধ হর্ণ জব্দসহ প্রত্যেকটি যানবাহনকে পৃথক ০৩ টি মামলায় ১,০০০/-টাকা করে সর্বমোট ৩,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল । মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন অত্র কার্যালয়ের অফিস সহায়ক জনাব ওবাইদুল ইসলাম সিফাত ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও আনোয়ারা থানা পুলিশের সদস্যবৃন্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস