অদ্য ২৪/০৪/২০২৪ খ্রি: তারিখ (বুধবার) রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আওয়ালিন খালেক এর নেতৃত্বে রাঙ্গামাটির জেলা প্রশাসন অফিস সংলগ্ন এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষ্যে হাইড্রোলিক হর্ণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ৪ জনকে ৪ টি পৃথক মামলায় সর্বমোট ৮,০০০/- টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আফজারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আইন শৃংখলা রক্ষার দায়িত্বে ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস