Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তথ্য বাতায়নে স্বাগতম।


শিরোনাম
ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বিস্তারিত
অদ্য ০৬/০৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি  উপজেলায় নানুপুর গামরীতলা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) অমান্য করে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করায় শাহ আমানত ব্রিকস ম্যানু: এবং প্রগতি ব্রিকস ম্যানু : নামক ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  প্রগতি ব্রিকস ম্যানু : নামক ইটভাটাকে ০৩ লক্ষ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। শাহ আমানত ব্রিকস ম্যানু: নামক ইটভাটাকে ০৩ লক্ষ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে ফটিকছড়ি  উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো:  মোজাম্মেল হক চৌধুরী , অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব  এবং  ফটিকছড়ি    উপজেলার আনসার  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
06/03/2024
আর্কাইভ তারিখ
31/12/2050