অদ্য ০৫.০৩.২০২৪খ্রি: তারিখে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ডিপ্লোমেসি চাকমা ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) অনুযায়ী কৃষি জমিতে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে অবস্থিত ১) মেসার্স বার আউলিয়া ব্রিকস ম্যানুঃ -কে ০৩ (তিন) লক্ষ টাকা ২) মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ম্যানুঃ-কে ০৩ (তিন) লক্ষ টাকা এবং ৩) মেসার্স আলী শাহ ব্রিকস-কে ০৩ (তিন) লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন চন্দনাইশ ভুমি অফিসের কর্মচারীগণ, অত্র কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ ইব্রাহিম ও চন্দনাইশ থানা পুলিশের সদস্যবৃন্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস